বাগাতিপাড়া জামনগর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | ৪৬৯

জেলার বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

সোমবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে এই বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যডভোকেট আলতাব হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, জাতীয় পার্টির ইউনিয়ণ সভাপতি আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা তসলেম উদ্দিন, বাগাতিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম আলম।

স্থানীয় জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ উদ্দিন ১কোটি ৮৮ লাখ ৭৫হাজার ৩শত ২৩টাকার বাজেট ঘোষনা করেন। যার প্রক্কলিত ব্যয় কোটি ৭৯লাখ ৫৬হাজার ২৭০টাকা এবং উদ্বৃত্ত ৯লাখ ১৯হাজার ৫৩ টাকা।