উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটকে সমর্থনের আহবান-আবু হোসেন বাবলা এমপি

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০ পিএম, রোববার, ২৯ এপ্রিল ২০১৮ | ৫৩২

ঢাকা- ৪ আসনের এমপি ও জাতীয় পার্টির (এ ) প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটকে সমর্থন দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

রোববার সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহবান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহসভাপতি সিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান সহ যুব সমাজ ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

আবু হোসেন বাবলা বলেন পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা সারা দেশে বিরাজমান। এই উন্নয়নের সাথে মহাজোটের শরিক দল হিসেবে জাতীয় পার্টি অংশিদার।

আবু হোসেন বাবলা মির্জাপুরের সাবেক সাংসদ শাহ মোস্তান জিদুল হক খিজিরের কুলখানিতে যোগদান শেষে ঢাকা ফেরার পথে মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।