নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়- ওবায়দুল কাদের


বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র নিয়ে ভারত বা অন্য কোনো দেশের নির্দেশনা দেয়ার সুযোগ নেই বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতে ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে তিন দিনের ভারত সফর শেষে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ চায় না সরকার। সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায়, তিস্তার পানি বন্টন নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, ছিটমহল সমস্যা যেমন সমাধান হয়েছে তেমনি তিস্তার পানি নিয়ে সমস্যারও সমাধান হবে।
ওবায়দুল কাদের আরো বলেন, 'নরেন্দ্র মোদির ক্যারিসম্যাটিক লিডারশীপের আমরা প্রশংসা করেছি। তিস্তা নিয়ে আমরা কথা বলেছি। আমরা তাদের বলেছি যে, আপনারা যে দুইটা কাজ করেছেন তাতে আমাদের দেশের জনগণের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাবের সৃষ্টি হয়েছে। দুই প্রধানমন্ত্রীর শাসনামলে তিস্তা চুক্তিটি যদি হয়, যেটি হওয়ার কথা ছিলো তাহলে আমাদের দেশে জনগণের মাঝে একটা সম্প্রীতি তৈরি হবে।'
সফরে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত রোববার তিন দিনের ভারত সফরে যায় আওয়ামী লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল।