নন্দীগ্রামে মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

মো: মাসুদ রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০০ পিএম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ৪২৭

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখা অফিসে এ শিক্ষা উপকরন বিতরনী অনুষ্ঠানে জোনাল অফিস বগুড়া এর ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার।

এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখা প্রধান মো: উবায়দুল্লাহ আল মাসুম, ম্যানেজার অপারেসান্স কাজী শেরে আলী মোস্তফা প্রমূখ। পরে ৮১ জন মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।