নন্দীগ্রামে মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন


বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখা অফিসে এ শিক্ষা উপকরন বিতরনী অনুষ্ঠানে জোনাল অফিস বগুড়া এর ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার।
এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখা প্রধান মো: উবায়দুল্লাহ আল মাসুম, ম্যানেজার অপারেসান্স কাজী শেরে আলী মোস্তফা প্রমূখ। পরে ৮১ জন মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।