কালিহাতীতে

উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৩ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৬২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

খিলদা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, কালিহাতী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী, উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান, বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সাবেক সভাপতি আরমান আলী ফকির ও আলহাজ্ব আবুল হোসেন সরকার, খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইয়ুম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন।