চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৪২৬

চাঁপাইনবাবগঞ্জে গুলিতে দুই জন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য এবং মারা গেছে বন্দুকযুদ্ধে। এ ঘটনায় র‌্যাবের চারসদস্য আহত হয়েছেন।

রোববার রাতে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৫ এর একটি দল টহল দিচ্ছিলো। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ডগুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।