ধনবাড়ীতে স্কুল ছাত্রী ধর্ষনের বিচারের দাবীতে র‌্যালী ও স্মারকলিপি প্রধান

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৪ পিএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৪২৫

টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তানিয়ার ধর্ষনকারী রফিকুল ইসলাম গংদের বিচারের দাবীতে রবিবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখা,নিজেরা করি ও ভূমিহীন সমিতি প্রতিবাদ র‌্যালী করে।

ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ধর্ষকদের বিচারের দাবীতে শ্লোগান ও মানবন্ধন করেন। পরে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ও ধনবাড়ী থানার ওসি মজিবর রহমানসহ উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে কয়েকটি সংগঠন।

উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন- নিজেরা করি ভূমিহীন সমিতির সভাতি কছিম উদ্দিন,সাধারণ সম্পাদক শামছুল হক, রফিকুল ইসলাম, শরাফত আলী, ভূমিহীন সমিতির নেত্রী আফরোজা বেগম, জমিলা, হামিদা সহ আরো অনেকে। বক্তারা বক্তব্য ধর্ষণকারী রফিকুল ইসলাম গংদের অনতিবিলম্বে গ্রেপ্তার সহ উপযুক্ত শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, ছাত্রী তানিয়াকে এই গ্রামের প্রভাবশালী সোহরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম, সোহরাফ আলীর ছেলে জিয়াউল হক মাহতাব মন্ডলের ছেলে আল-আমিন সহ আরো ২,৩ জন মিলে ফুঁসলিয়ে ফাঁদে ফেলে গত ৭ মাস যাবৎ ধর্ষণের ফলে ৬ মাসের অন্ত:সত্বা হয়ে পড়ে বলে জানা গেছে। ধর্ষিতা স্কুলছাত্রী তানিয়া ধনবাড়ী পৌরশহরের রূপশান্তি পশ্চিম পাড়া এলাকার তনু মন্ডলের মেয়ে।

আমার সংবাদ,সমকাল,যুগান্তর,ইত্তেফাক সহ স্থানীয় সকল পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রভাবশালী মহলের চাপে বর্তমানে ধর্ষিতার পরিবার কে এলাকাছাড়া করে রেখেছে।