প্রতিপক্ষের লাগানো আগুনে পুরে গেল প্রতিবন্ধী সাজুর বাড়ি

খালিদ হাসান
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৪২২

বগুড়া গাবতলীর কাগইলে প্রতিপক্ষের লাগানো আগুনে পুরে গেল প্রতিবন্ধী সাজুর বাড়ি। জানাগেছে উপজেলার সুলতানপুর গ্রামের মৃত খালের উদ্দিনের পুত্র প্রতিবন্ধী সাজু মিয়ার সাথে একই পাড়ার গোলাম উদ্দিনের পুত্র বাবু মিয়া, আলম ও গংগনের সাথে জমিজমা সংক্রান্ত ঘটনা ঘটে এবং মাঝে মধ্যে উভয়ে ঝগড়া বিবাদ হয়।

স্থানীয়রা জানায় শনিবার(২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাবু মিয়া , আলম ও তার লোকজন প্রতিবন্ধী সাজুর বসত বাড়ির জমি দখল নিতে এলে প্রতিবন্ধী সাজু ও তার স্ত্রী বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবু ও আলম এবং তার লোকজন প্রতিবন্ধী সাজু ও তার স্ত্রীকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে এবং জন সম্মুখে সাজুর বসত বাড়িতে অগ্নিসংযোগ করে ঘড়ের মালামাল পুড়ে দেয়। এদিকে স্থানীয়রা সাজু ও তার স্ত্রীকে উদ্ধার করে বগুড়া হাসপাতালে ভর্তি করে দেয়।

এঘটনায় গাবতলী থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনার স্থল থেকে গোলাম উদ্দিনের পুত্র বাবুকে আটক করে থানায় নিয়ে যায় এবং আলমসহ বাঁকিরা পালিয়ে যায়।

আগুন লাগার ঘটনা দেখার জন্য শতশত উৎসুক জনতা সাজুর বাড়িতে উপস্থিত হয়। এব্যাপারে বাবু ও আলমের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এঘটনায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।গাবতলী মডেল থানার ওসি খাইরুল বাসার জানান, এ ঘটনায় একজন কে আটক করেছি।মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মামলা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।