বাসচাপায় স্কুলছাত্র নিহত;রাস্তা অবরোধ করে বিক্ষোভ


বগুড়ার শেরপুরে বাসচাপায়্ সোহাগ নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় আধ ঘণ্টা
ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এতে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।শনিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্টঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাড়ীদহ কাঞ্চনপুর গ্রামের লাল মিয়ার ছেলে ও গাড়ীদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র মো. সোহাগ ওই এলাকা দিয়ে মহাসড়ক পারাপার হচ্ছিলো।
এ সময় ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্কুলছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধক নির্মাণের দাবি জানান।
পরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলেই উপস্থিত হয়ে গতিরোধক নির্মাণে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়া হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যুর পর বিক্ষুদ্ধ জনতা মহাসড়কের ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে ২০ মিনিটের মত অবরোধ করে রাখে।