থামছেনা সড়ক দূর্ঘটনা চকরিয়ায় বাস ও জীপগাড়ী সংঘর্ষে আহত ৫

চকরিয়া কক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৮ এএম, শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৪৯৯
চকরিয়ায় যাত্রীবাহী ঈগল বাস ও জীপগাড়ী সংঘর্ষে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। তৎমধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। 
 
শুক্রবার দুপুর ১টার দীকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা পাগলীরবীল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় যাত্রীবাহী জীপ গাড়ীটি কাত হয়ে পড়ে যাওয়ায় ঘন্টা খানেক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মালুমঘাট হাইওয়ে পুলিশ এসে তা স্বাভাবিক করা হয়। 
 
দুর্ঘটনায় জীপগাড়ীতে থাকা এগার যাত্রী সবাই কমবেশি আহত হয়েছে। গুরুতর আহতরা হলো চকরিয়া সোয়াজানিয়া এলাকার অজি উল্লাহর কন্যা জুসনা আক্তার (৩০) ও রোজিনা আক্তার (১৮), শাহারবীল এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ আরিফ (৬), ছায়রাখালী এলাকার জাফর আলমের কন্য ফাহিমা জন্নাত চম্পাকলি (৭), মৌলভীরকুম এলাকার জয়নাল আবেদীনের কন্যা শারমিন আক্তার (১৯)। 
 
তৎমধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় শিশু ফাহিমা জন্নাত চম্পাকলির আবস্থা আশংকাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় চকরিয়া থাকে জীপগাড়ী (ঢাকা ল -৬৩) যোগে তারা ডুলাহাজারা পাগলীরবীল এলাকায় সদ্য বিয়ে দেওয়া কন্যার শাশুড় বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
 
ওই সময় মহাসড়ক থেকে পাগলীরবীল সড়কে মোড় নিতেই পেছেন দিক থেকে আসা কক্সবাজারগামী ঈগল সার্ভিস (ঢাকা ব- ১৫ ১১৭৭) সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবল থেকে আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করান উপস্থিত লোকজন। 
 
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনসার্জ পুলিশ পরিদর্শক (ওসি) আলমগীর হোসাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গাড়ি দুটি ফাড়ীতে জব্ধ রাখা হয়েছে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।