অাদমদি‌ঘিতে ট্রাক চাপায় ‌নিহত ২

খা‌লিদ হাসান, বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | ৪৪১
বগুড়ার অাদম‌দিঘিতে ট্রাক চাপায় ২ জন নিহত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আদমদিঘি থানার সান্তাহার পৌর এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে।জানা যায়,-সুফিয়া” না‌মের একটি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো-ট-১৪-৩২৪৬) সান্তাহারের পাইকারি মাছ বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে মাছের অাড়‌তে ঢুকে পড়ে এবং সামনে পড়া দুই চার্জার ভ্যান কে চাপা দিয়ে দুই আড়ত এর মাঝখানে আঘাত হানে।
 
আড়তে মাছ নিতে আসা ভ্যান চালক বুলু সরদার(৫০) ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন এবং নুর ইসলাম বাবু (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে প্রথমে নওগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
 
বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান জানান, দুর্ঘটনার জন্য দায়ী ওই ট্রাকের হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারের রাস্তা দুর্ঘটনা ঘটে এবং ২ জন নিহত হয়েছে। ট্রাকের হেলপার নওগাঁর রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. শাকিল (২০) ও ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে।