ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় কালিহাতীতে বিটেক ছাত্র আটক


ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের কালিহাতী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ(বিটেক)’র ২য় বর্ষের শুভ দাস(২৬) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। শুভ দাস টাঙ্গাইল সদর উপজেলার থানা পাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকার মিন্টু দাসের ছেলে।
জানা যায়, ১৭ এপ্রিল মঙ্গলবার সনাতন ধর্মালম্বী একটি ফেইসবুক গ্রুপ থেকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে একটি পোস্ট দেয়। সেই পোস্টটি শুভ দাস তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে শেয়ার করে।
মূহূর্তের মধ্যে তা ছড়িয়ে পরলে কলেজের অন্যান্য ছাত্ররা দেখলে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হলে ছাত্ররা তাকে ধরে প্রিন্সিপালের নিকট নিয়ে যায়। প্রিন্সিপাল পরিস্থিতি সামাল দিতে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, এ বিষয়ে শুভ দাসের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।