বগুড়ায় পারিবারিক কলহের জেরে ২ জনের অাত্মহত্যা


বগুড়ার শেরপুর উপজেলার পৃথক স্থানে পারিবারিক কলহের জের ধরে আফছার আলী (৪২) ও আঞ্জুয়ারা খাতুন (৩৫) নামের দুই ব্যক্তি আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের ফিদিল হোসেনের ছেলে হায়দার আলীর সাথে একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে আঞ্জুয়ারা খাতুনের প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো।
এরই এক পর্যায়ে সোমবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের তীরের সাথে লাইলনের রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অান্জুয়ারা।
এদিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আফছার আলী(৪২) পারিবারিক কলহের জের ধরে বিষের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে প্রথমে শেরপুর এবং পড়ে বগুড়ায় শজিমেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সোমবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় তিনি সেখানে মারা যান। পারিবারিক সুত্রে জানাযায়, সাংসারিক অশান্তি আর অর্থনৈতিক অসচ্ছলতা সহ দায়-দেনার কারণে আফছার আলী বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এব্যাপারে ময়না তদন্ত শেষে বগুড়া সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।