ক্যাডার বাহিনীর বাধার মুখে উজ্জলের মনোনয়নপত্র সংগ্রহ

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫০ পিএম, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | ৫১৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) নির্বাচনকে সামনে রেখে ক্যাডার বাহিনীর বাধার মুখে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সহসভাপতি খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জলের পক্ষে তার বাবা খন্দকার বেল্লাল হোসেন। ক্যাডার বাহিনীর আক্রমণ থেকে পুলিশের সহায়তায় অল্পের জন্য রক্ষা পান উজ্জলের বাবা।

জানা যায়,৯ এপ্রিল সোমবার মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বর্তমান সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদের সাথে সহসভাপতি খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জলের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় শরীফ মাহামুদ এবং অন্য এক প্রার্থীর সমর্থকরা বিপ্লবকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়া হবেনা বলে ঘোষনা দেয়।

সোমবার সকালে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে টাঙ্গাইলের তিন আইনজীবি মিয়া মো. আসলাম, সাইফুল ইসলাম,মিজানুর রহমান তালুকদার বিপ্লব মাহামুদ উজ্জলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে ক্যাডারদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন। এসময় ক্যাডার বাহিনী তাদের উপর চড়াও হয় এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এরপর আরেক আইনজীবি আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্র করতে গেলে নির্বাচন কমিশন নানা প্রকার আইন দেখিয়ে কালক্ষেপন করে। সর্বশেষ থানা পুলিশের উপস্থিতিতে বিপ্লব মাহামুদ উজ্জলের বাবা মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে ওই ক্যাডার বাহিনী তার কাছ থেকে মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় দৈনিক ইনকিলাবের মির্জাপুর সংবাদদাতা জাহাঙ্গীর হোসেন ওই দৃশ্ব ক্যামেরা বন্দি করতে গেলে সন্ত্রাসিরা তার উপরও চরাও হয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ বিপ্লবের বাবা বেল্লাল হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ আগামী ১২ মে মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন যেকোন পরিস্থিতিতে পুলিশ সর্বদা তৎপর। একজন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা সকলের সাথে আলোচনা সাপেক্ষে নিরশন করা হয়েছে।