টাঙ্গাইলে অপহরণকারী চক্রের ০৩ জন গ্রেফতার, উদ্ধার ১

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অপহরণকারী চক্রের ৩ জনকে সদসকে গ্রেফতার করেছেন র্যাব।
১৫ এপ্রিল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃতে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নলুয়া দক্ষিণপাড়া জনৈক জাকির এর বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ দেলোয়ার হোসেনকে (২৩) উদ্ধার করেছে।
এসময় অপহরণকারী চক্রের ৩ জনকে সদসকে গ্রেফতার করেন। গ্রেফতারকারী হলেন মোঃ শাওন, মোঃ ফেরদৌস মিয়া ও মোঃ জাকির খান। গ্রেফতারকৃত ৩ জন সদস্য একই দেলদুয়ার উপজেলার বাসিন্দা।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীগণদের জিজ্ঞাসাবাদে তারা জানান অবৈধভাবে আর্থিক সুবিধা লাভের জন্য ভিকটিম মোঃ দেলোয়ার হোসেনকে অপহরণ করে অবৈধভাবে আটক করিয়া ৫০০০০/- টাকা চাঁদা দাবি করে।
ভিকটিমের পিতা মোঃ আরফান আলী (৪৫), পিতাঃ মৃত মঙ্গল আলী, সাং-ঝুনকাই, পোঃ আলালপুর, থানাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল বাদী হয়ে উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেন।