কুমুদিনী সরকারি কলেজে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ৮১৭

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী সরকারি কলেজে নানা উৎসাহ ও উদ্দীপানার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৫ পালন করা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া’র নেতৃত্বে প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় প্রতিষ্ঠানে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সকলের অংশগ্রহনে বাঙালিয়ানা ভোজ শেষে কলেজের বটমূলে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া। তিনি তার বক্তব্যে বলেন,‘বর্ষবরণ একটি সাংস্কৃতিক চেতনার উৎস । বাংলা বর্ষবরণ উৎসব ইতিমধ্যেই বাংলাদেশে একটি শক্তিশালী ঐতিহ্যের রূপ নিয়েছে যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমভাবে তাৎপর্যময়।’ ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান ও শিক্ষক পরিষদের সম্পাদক সোহেল রানা খান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজ ক্যাম্পাসের বটতলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোপী নাথ দত্ত।