মধুপুর-ধনবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১ পিএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ৪২৯

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর-ধনবাড়ী উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সহকারী কমিশনার মো: শামীম হোসাঈন, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মীর ফারুক আহমাদ, ভাইস চেযারম্যান মো: সাইফুল ইসলাম বেলাল পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন,বিআরডিবির চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু সহ উপজেলা,থানা,পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।