সরিষাবাড়ীতে মেয়ের বিয়েতে রাজি না হওয়ায় ছেলের পুরুষাঙ্গ কর্তন


জামালপুরের সরিষাবাড়ীতে মেয়ের বিয়েতে রাজী না হওয়ায় পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে মেয়ের মায়ের বিরুদ্ধে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। থানায় মামলা দায়েরের পর পুরষাঙ্গ কর্তনকারীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কালু মিয়ার স্ত্রী শাহানাজ বেগমের মেয়ে হাজেরা খাতুন (১৬) কে বিয়ে দেয়ার জন্য একই গ্রামের তারা মিয়ার ছেলে ইউসুফ আলীর (২২) পরিবারের সাথে আলোচনা চলে আসছিল। সেই সুবাদে গত ৪ এপ্রিল ইউসুফ আলীকে মেয়ের মা দাওয়াতের নাম করে রাতে তার নিজ বাড়ীতে নিয়ে যায়। রাতে বাড়ীতে পুরুষ শুন্য থাকায় কৌশলে শাহানাজ তার মেয়েকে বিয়ে করার জন্য ইউসুফ আলীকে প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় নিজেই ইউসুফ আলীকে অনৈতিক কাজে’র প্রস্তাব করে এবং পুরুষাঙ্গ চেপে ধরে।
এ সময় ইউসুফ আলী ঘর থেকে পালানোর চেষ্টা করলে শাহনাজের হাতে থাকা চাকু দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। মুমুর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ এর পিতা তারা মিয়া বাদী হয়ে সোমবার রাতে সরিষাবাড়ী থানায় পুরুষাঙ্গ কর্তনকারী শাহনাজ বেগম এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে ওই রাতেই পুলিশ শাহনাজ বেগমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, পুরুষাঙ্গ কর্তনকারী শাহনাজের বিরুদ্ধে মামলা দায়েরর পর তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।