টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৫:২৮ পিএম, রোববার, ৮ এপ্রিল ২০১৮ | ৪০৭

টাঙ্গাইলে চলতি এইচএসসি পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক প্রতারক সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। ৭ এপ্রিল শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাউছার রহমান (২১) একই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার কাউছার রহমান তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেইসবুক মেসেঞ্জার-এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করতো।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর কমান্ডার রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কোম্পানীর কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ফতেপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব কাউছার রহমান আটক করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে।

পরে রবিউলকে জিঞ্জাবাবাদে জানায়, সে তা ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেইসবুক মেসেঞ্জার-এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করতো। সে একাধীক বার বিভিন্ন লোকজনের কাছ থেকে ভূয়া প্রশ্ন দিয়ে টাকা নিতো। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।