লালপুরে ইন্জিন চালিত ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


নাটোরের লালপুরে ইন্জিন চালিত ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানিয় সুত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আ: খালেকের মা, নাগশোষা গ্রামের মৃত কেরামত সরকারের স্ত্রী গমেদা বেওয়া (৮০)কে রোববার ( ৮ এপ্রিল) সকালে বালি ভর্তি ইন্জিন চালিত ( কুত্তা গাড়ি) ট্রাক নওপাড়া -বিলমাড়ীয়া সড়কের পালপাড়া নামক স্থানে ধাক্কা দিলে আহত হয়।লালপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এসময় মমতাজ (৪৮) নামের এক ব্যাক্তি আহত হয়।