কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ ৩৮ হাজার টাকা জরিমানা আদায়


টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২ লক্ষ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন জানান ও টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন।
জানা যায়, ৩০ আগস্ট বুধবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীতে ড্রেজার মেশিন বন্ধ করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশমতে মেশিন চালানোর সময় চার জনকে আটক করে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন। দ্রুততম সময়ের মধ্যেই সকল ড্রেজার মেশিন সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। জরিমানা প্রদানকারীরা হলো ফরিদপুর জেলার সরুপকাঠী উপজেলার রাজাবাড়ী গ্রামের আমীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বানিয়াচর গ্রামের আহসান উলাহর ছেলে আনোয়ার হোসেন (৪০), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নিজচর মোহনা গ্রামের ওসমান গনীর ছেলে কাজল (৪৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মঘরামপুর গ্রামের বাবুলের ছেলে রাকিবুল ইসলাম (১৯)।
অপরদিকে, ঈদযাত্রা নির্বিঘœ করতে কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ হাজার জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন জানান ও টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন।
এসময় প্রসিকিউশন দাখিল করেন টাঙ্গাইল বিআরটিএ পরিদর্শক ওহিদুর রহমান। ঈদযাত্রা নির্বিঘœ করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
এদিকে, এলেঙ্গা হাইওয়ে রোড থেকে পরিবেশ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান পলিথিন জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন।