নকল করতে বাধা দেয়ায় শিক্ষককে পিটালো ছাত্ররা


বগুড়ার সারিয়াকান্দিতে নকল করতে বাধা দেয়ায় নূরে আলম সিদ্দিকী নামের এক শিক্ষককে পিটিয়েছে ছাত্ররা।শনিবার (৭ এপ্রিল) এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষা শেষে উপজেলার আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
লাঞ্চিত শিক্ষক নূরে আলম সিদ্দিকী জানান, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে গেটের সামনে গেলে কয়েকজন পরীক্ষার্থী তার ওপর চড়াও হয়। সে সময় পুলিশ ও সহকর্মীরা এগিয়ে এলে তিনি রক্ষা পান।
আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহ আলম বলেন, ১০২ নম্বর কক্ষে সারিয়াকান্দি ডিগ্রী কলেজের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষায় নকল করার সুযোগ না দেওয়ায় পরীক্ষা শেষে কলেজ গেটের সামনে সাত-আটজন পরীক্ষার্থী শিক্ষক নূর এ আলম সিদ্দিকীকে মারপিট করে।
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনার সাথে সাথেই শিক্ষক নূরে আলম সিদ্দিকীকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের বলেন, আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহ আলম বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।