আজও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সার্বক্ষনিক তদারকি এবং জেলা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের নিরলশ প্রচেষ্ঠায় ঢাকা - টাঙ্গাইল মহাসড়ক এখন যানজট মুক্ত।
যানবাহনের চাপ থাকলেও যানজট মুক্তরাস্তা দিয়ে নির্বিঘœ গন্তব্যে পৌছাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ।
মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
ট্রাফিক মপুলিশের পরিদর্শক শাহাদৎ হোসেন সেলিম বলেন সকাল থেকে যানবাহনের চাপ কম। বিকেল থেকে এই চাপ বৃদ্ধি পাবে, তবে যানজট যাতে না হয় পুলিশের সব বিভাগই সেদিকে সজাগ রয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন গাড়ির চাপ থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই। মঙ্গলবার থেকে মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।
এতে যাত্রী এবং গরু ভর্তি ট্রাক নির্বিঘেœ গন্তব্যে পৌঁছাতে পারছে বলে জানিয়েছেন
তিনি জানান, মহাসড়কের বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্বপাড় থেকে মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং এলাকা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় প্রতিদিন তিন ভাগে টাঙ্গাইল জেলার ৭শ পুলিশ মহাসড়কের এক কিলোমিটার পরপর মোটরসাইকেল টহলসহ নিয়মিত ডিউটি করছেন।
এছাড়া ধেরুয়া রেল ক্রসিং থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।