আফ্রিদি-গম্ভীর দ্বন্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ এএম, বুধবার, ৪ এপ্রিল ২০১৮ | ৫৭৪

খেলার মাঠে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের রেষারেষি নতুন কিছু নয়। দুই দেশের রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে খেলার বাইশ গজেও। তবে এ বার ক্রিকেট মাঠ নয়, বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন ভারত-পাকিস্তানের দুই তারককা, তাও আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। শাহিদ আফ্রিদি বনাম গৌতম গম্ভীর তুমুল যুদ্ধ এ বার টুইটারে।

রবিবার দক্ষিণ কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গির মধ্যে একাধিকবার গুলি বিনিময়ে মৃত্যু হয় ১৩ জঙ্গির। শহিদ হন ৩ জওয়ান এবং ২ জন নাগরিক। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

তিনি টুইট করেন,‘ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে দমনমূলক নীতিতে নিরীহদের গুলি করে মারা হচ্ছে। অবাক হয়ে ভাবি কোথায় গেল রাষ্ট্রসংঘ, অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি! কেন এই রক্তপাত থামাতে তারা সচেষ্ট নয়?’

 

আফ্রিদির এই টুইটের কড়া সমালোচনা করেন গৌতম গম্ভীর। তিনিও পাল্টা টুইটে লেখেন, রাষ্ট্রসংঘ (ইউএন) এবং কাশ্মীর নিয়ে আফ্রিদির টুইটের প্রতিক্রিয়া জানতে অনেক মিডিয়া ফোন করেছিল আমাকে। কী আর বলা যায়? তাঁর মানসিক বিকারগ্রস্তরা ইউএন-র মানে 'আন্ডার নাইন্টিন'ই বোঝেন। এ নিয়ে মিডিয়ার মাথাব্যাথা করার দরকার নেই। নো বলে আউট করার উজ্জাপনে মেতেছেন আফ্রিদি।

 
উল্লেখ্য, এর আগেও কাশ্মীর বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি। ২০১৬ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সমর্থন করার জন্য কাশ্মীরের মানুষকে ধন্যবাদ জানান তিনি। এমনকী অস্ট্রেলিয়ার কাছে হারের পর ইডেন গার্ডেন্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদেরকে সমর্থন করার জান্য পাকিস্তান এবং কাশ্মীরের মানুষদের ধন্যবাদ জানিয়েছিলেন আফ্রিদি।