ধনবাড়ীতে ফাঁসিতে ঝুলে কলেজ ছাত্রের আত্মহত্যা


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ফুলবাড়ী গ্রামে সোমবার(২ এপ্রিল) দিবাগত রাতে সোয়েব আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সোয়েব আহমেদ একই গ্রামের স্বপন সরদার ছেলে।
তিনি ধনবাড়ী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান জানান, সোয়েব আহমেদ ধনবাড়ী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। এ কারণে চলতি এইচএসসি পরীক্ষার অংশ গ্রহনের লক্ষে ফরম পুরণের জন্য বাড়ী থেকে টাকাও নিয়েছিল।
ওসি জানান, সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সোয়েব সকলের কাছে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যায়। পরে তিনি বাসায় ফিরলে মা তাকে ‘পরীক্ষা কেমন হয়েছে’ জিজ্ঞাসা করলে ঠিকমত উত্তর দিতে পারেনি।
এতে মায়ের সন্দেহ হলে পরের পরীক্ষায় সোয়াবের সাথে পরীক্ষা হলে যাবে বলে জানায়। পরে সোয়াব গভীর রাতে বাড়ীর পাশের একটি গাছে রশিতে ঝুঁলে আত্মহত্যা করে।