ক্ষমা চাইলেন পূর্ণিমা


আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে মিশা সওদাগরের সাথে ধর্ষণ নিয়ে হাস্যরস করেন নায়িকা পূর্ণিমা।‘এবং পূর্ণিমা’ শিরোনামে অনুষ্ঠানে নায়িকা পূর্ণিমা ছিলেন উপস্থাপক, সঙ্গে অতিথি হিসেবে ছিলেন অভিনেতা মিশা সওদাগর।
‘পর্দায় কতবার ধর্ষণ করেছেন’, ‘কার সাথে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন’—মিশাকে করা পূর্ণিমার এমন প্রশ্ন নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।
সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, আমি আসলে কাউকে ছোট করা কিংবা কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলিনি। কাউকে নিয়ে মজা করার উদ্দেশ্যেও বলিনি।
এরপরও যদি কেউ আমার কথায় আঘাত পান কিংবা আমার ভুল বা অন্যায় হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, ধর্ষণের খবর পড়ে আমার নিজেরও খারাপ লাগে। মাঝেমধ্যে চোখ দিয়ে পানি চলে আসে। কারণ আমি একজন নারী।আমারও সন্তান আছে।
অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুৎও স্বীকার করেছেন তাদের ভুল হয়েছে। তিনি বলেন, আমাদের উচিত ছিলো আরো সংযত হওয়া এবং ওই অংশটুকু কেটে প্রচার করা।