বগুড়ায় বজ্রপা‌তে নিহত ১

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৭:৩০ পিএম, শনিবার, ৩১ মার্চ ২০১৮ | ৪১৩
বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে মোজাফফর রহমান (৫০) না‌মের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তি‌নি যমুনা নদীর তীর সংরক্ষণ কাজের নাইট গার্ড  হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌তেন ব‌লে জানা গে‌ছে।
 
স্থানীয় সূ‌ত্রে জানা যায়,নিহত মোজাফফর শনিবার (৩১ মার্চ) সকাল ৭টায় সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারতাইর এলাকায় নদীর তীরের পাশে তৈরি করা ঘরে পাহারারত ছিল। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় তার। নিহত মোজাফফর একই এলাকার কুদ্দুস প্রামানিকের পুত্র।
 
বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে