দেশে জঙ্গিবাদ নির্মুল হয়নি, নিয়ন্ত্রনে আছে - স্বরাষ্ট্রমন্ত্রী

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬ পিএম, বুধবার, ২৮ মার্চ ২০১৮ | ১০৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দেশে জঙ্গিবাদ পুরো নির্মুল হয়নি তবে নিয়ন্ত্রনে রয়েছে।সরকারের কার্যকরী পদক্ষেপের সােেথ জনগনের সহযোগীতার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ অবশ্যই সমুলে নির্মুল হবে।

তিনি বুধবার সকালে মির্জাপুর উপজেলার মহেড়ায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের নবনির্মিত ডিসি ব্যারাক উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

সকাল ১১টা ৩৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পৌছালে তাকে স্বাগত জানান টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, ট্রেনিং সেন্টারের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সালেহ মো তানভির, টাঙ্গাইল পলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসান,সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আহমেদ,সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল আফসার উদ্দিন খান,মির্জাপুর পৌর সভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের স্বশস্ত্র ছালাম গ্রহন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ ট্রেনিং সেন্টারের বিভিন্ন ভবন এবং মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (সুরক্ষা) মো. ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এরপর মন্ত্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষানার্থীদের থাকর জন্য ১৪ কোটি ১০ লক্ষ ৩০ হাজার ৮শ ১ টাকা ব্যয়ে নবনির্মিত ডিসি ব্যারাক উদ্বোধন করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় দেশে মাদগকের বিস্তার সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদের মতই মাদকের বিরোদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেন। আইন শৃঙ্খলা বাহিনী এবিষয়ে কাজ করে যাচ্ছে।