সখীপুরে স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের দ্বি-মাসিক সভা


টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, সাবেক স্বাস্থ্যকর্মকর্তা ডা. আবদুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্তিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসা রোগীদের সেবার মান বৃদ্ধি ও হাসপালাল উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।