লিটল জুয়েলস সমবায় স্কুলের উদ্যোগে

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ১১:২৬ এএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৫০৪

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল।

বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিন যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি।

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ভোর ৭ টায় বদরখালী শহীদ মিনারে লিটল জুয়েলস সমবায় স্কুলের উপাধ্যক্ষ মোঃ নুরুল আমিন ও স্কুলের কু -অর্ডিনেটর মোহাম্মদ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণে উপস্থিত ছিলেন,  বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার,  সহ-সভাপতি এ.কে. এম ইকবাল বদরী,  সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ, বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, ছাত্র/ ছাত্রী ও অভিভাবকগণ।