নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪ এএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৪৬২

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্তম্বে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নাগরপুর প্রেসক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা চত্বরে শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছালাম দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ রফিজ উদ্দিন, জিয়াসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি আনিছুর রহমান আনিস, সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ।