নন্দীগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার-৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, শনিবার, ২৪ মার্চ ২০১৮ | ৪৯৩

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টমুলে একজনকে গ্রেপ্তার করেছেন।

জানা গেছে, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ উপজেলার পারশন গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও একই গ্রামের আনছার আলীর ছেলে মোশারফ হোসেন (২৫) এবং ওয়ারেন্টমূলে তেঘরী গ্রামের আক্কাছ আলীর ছেলে উজ্জল হোসেন (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।