বগুড়ায় জন্ম নিলো পাঁচ পা‌য়ের অদ্ভুদ বাছুর

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৭:০৭ পিএম, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮ | ৬২৪
বগুড়ার নন্দীগ্রামে পাঁচ পা নিয়ে অদ্ভুদ একটি বাছুর জন্ম নিয়েছে । বাছুরটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে বাছুরটির মালিকের বাসায়।
 
গাভীর মালিক খোকন প্রামাণিক জানান, তিনি পেশায় একজন কৃষক। দীর্ঘদিন যাবত তিনি গরু পালন করে আসছেন। শুক্রবার ভোররাতে সিংড়া উপজেলার লক্ষীখোলা গ্রামে তার পালিত একটি গাভী পাঁচ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটি জন্ম নেয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশ্ববর্তী গ্রামের শত শত উৎসুক জনতা বাছুরটিকে এক নজর দেখতে ভিড় করছে তার বাসায়।
 
বর্তমানে বাছুরটি সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াচ্ছে বলে জানান মালিক খোকন।
 
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শফিউল আলম জানান, অনেক সময় জন্মগত ক্রটির কারণে এমনটা হয়ে থাকে। তবে এ ধরনের বাছুর জন্ম নেয়ার সাথে সাথে হাসপাতালে নিলে সমস্যা সমাধানের সম্ভাবনা থাকে