আশা এনজিও’র বিএম ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


বেসরকারি সংস্থা আশা এনজিও এর বিএম ষান্মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাংগাইল (সদর) জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বোয়ালী মাদ্রাসার রোডস্থ পশসিক পর্ষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ষান্মাসিক সভায় জেলায় আশা’র ৩৪ ব্রাঞ্চ এর সকল বিএম/আরএম/এএসই/অডিটররা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন আশা টাঙ্গাইল ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন ৬টি অঞ্চলের আরএম, জেলা অডিটর, স্যানিটেশন কর্মকর্তা, এএসই, শিক্ষা অফিসার।
আশা সূত্রে জানা গেছে, ৩৪ ব্রাঞ্চে কর্মরত এল.ও সংখ্যা ১৬৭ জন, এবিএম সংখ্যা ৩৪ জন এবং বিএম ৩৪টি জন, গত ৬ মাসে জেলায় সদস্য ভর্তি করা হয়েছে ১০৪১৭ জন এবং সদস্য ফেরত দেয়া হয়েছে ১০৯৮০ জন।
এলটিএস বৃদ্ধি পেয়েছে ২৪৯৭ জন ৪.০৮ কোটি টাকা অর্থাৎ এলটিএস টাকা বৃদ্ধি পেয়েছে ১১৬%। ঋণী সদস্য বৃদ্ধি পেয়েছে ৮৪২ জন ১৩.৭৯ কোটি টাকা।
অর্থাৎ ঋণ স্থিতি বৃদ্ধি পেয়েছে ৭.৫১%। জেলায় এল.ও প্রতি গড় ঋণী জন আছে ৩৭৭ জন, গড় ঋণ স্থিতি আছে ১.০৬ লক্ষ টাকা। খেলাপী বৃদ্ধি পেয়েছে ২৫৩ জন ১২৮৯৬৯৭৬ টাকা অর্থাৎ খেলাপী টাকা বৃদ্ধি পেয়েছে ২৩.৮৮%।
কু-ঋণ বৃদ্ধি হয়েছে ১৪৬ জন ১৪১৪৭৭২ টাকা টাকা। গত ৬ (আগস্ট-ফেব্রুয়ারি/১৮) মাসে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১২৮% এবং আগামী ডিসেম্বর/১৮ মাস পর্যন্ত ১৩৬ কোটি ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।
গত ৬ মাসে জেলায় রেমিটেন্স প্রদান করা হয়েছে ২৩৩৮ টি। আগামী ৬ মাসে রেমিটেন্স প্রদান লক্ষ্যমাত্রা ৪৫০০টি নির্ধারণ করা হয়েছে। গত ৬ মাসে কৃষি খাতে শংকর জাতের দুগ্ধবতী গাভী খামার প্রকল্পে ১৬৩ জনকে ২২.৯১ কোটি টাকা এবং পাওয়ার টিলার প্রকল্পে ১৭৩ জনকে ১৩.২৫ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।