ঘাটাইলের ইউপি নির্বাচন, প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ পিএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৫৫১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারনায় ব্যস্ত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয় ইউনিয়নের প্রার্থীরা ৷
 
সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের আমেজ ততোই বৃদ্ধি পাচ্ছে ৷ প্রতিটা প্রার্থী স্ব স্ব ইউনিয়নের প্রতিটা পাড়া মহল্লায় ভোট প্রার্থনার জন্য ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে ৷ যেহেতু জাতীয় মার্কায় দলীয় প্রতীকে নির্বাচন সেজন্য বসে নেই উচ্চ পর্যায়ের নেত্রিবৃন্দ ৷ বিভিন্ন যায়গায় নির্বাচনী জনসমাবেশে যোগ দিচ্ছেন উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা ৷ প্রতিটা নির্বাচনী এলাকায় গিয়ে জনমত জরিপে দেখা যায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের জন্য চাপে রয়েছেন নৌকার প্রার্থীরা ৷ তবে বিএনপির একক প্রার্থীর কারনে চাপ মুক্ত ধানেরশীষের প্রার্থীরা ৷ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও এলাকার জনপ্রিয়তার কারনে সতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন ৷
 
সন্ধানপুর ইউনিয়নে গিয়ে দেখাযায়, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী মতিয়ার রহমান সরকারকে উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয় রুহুল ইসলাম রিপন (অানারস) প্রতীকে ৷প্রথমে ইউনিয়নের শীর্ষ নেতারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিলেও পরবর্তীতে নৌকার পক্ষে অবস্থান নিয়ে মতিয়ার রহমান সরকারের পক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন ৷ অপর দিকে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকে লড়ছেন শহিদুল ইসলাম শহীদ ৷ এবং সতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম সাঈদ (ঘোড়া) এবং সুলতান মাহমুদ (মটরসাইকেল) ৷
 
সাধারন ভোটারদের সাথে কথা বলে জানাযায়, সন্ধানপুর ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী নৌকা-ধানেরশীষ-আনারস ৷
 
সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামীলীগের কোন্দলে পুরুপুরি চাপে রয়েছে নৌকার প্রার্থী উপজেলার সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া(নৌকা) ৷ বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন গিয়াস উদ্দিন বাবু(আনারস) প্রতীকে ৷ বিএনপি মনোনীত ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবর রহমান খান পালন (ধানেরশীষ) প্রতীকে ৷ এবং ইসলামী আন্দোলন মনোনীত ইব্রাহিম (পাখা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন ৷ 
 
জনমত জরিপে জানাযায়, মুল লড়াই হবে আনারস ও ধানেরশীষ এমটাই জানান সাধারন জনতা ৷
 
রসুলপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শহিদুল ইসলাম শহিদ (নৌকা) ৷বিএনপি মনোনীত শামছুল আলম (ধানেরশীষ) ৷
সতন্ত্র এমদাদুল হক সরকার (আনারস) এবং জাহাঙ্গীর আলম (রজনীগন্ধা) ৷
 
আওয়ামীলীগের কোন্দল কাজে লাগাতে মরিয়া বিএনপি ৷ জনমত জরিপে এগিয়ে রয়েছেন আনারস ও ধানেরশীষ ৷ এখানে সুষ্ঠ নির্বাচনের জোর দাবি জানিয়েছেন আনারস ও ধানেরশীষের প্রার্থীরা ৷
 
লক্ষিন্দর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আঃ আজিজ (নৌকা) ৷ বিএনপির মনোনীত মোফাজ্জল হোসেন (ধানেরশীষ) ৷ তবে আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে শক্ত অবস্থানে আনারস প্রতীকে এসকান্দর হক ৷ সতন্ত্র হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন একাব্বর হোসেন (চশমা) এবং সুজন চন্দ্র (ঘোড়া) ৷
 
ভোটের লড়াই এগিয়ে রয়েছেন অানারস ও ধানেরশীষ ৷
 
ধালাপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত শফিকুল ইসলাম শফি(নৌকা) ৷ বিএনপি মনোনীত এজহারুল ইসলাম মিঠু(ধানেরশীষ) ৷ আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে রয়েছেন রবিউল ইসলাম  সেন্টু (আনারস), নাজিবুল হক ঝান্টু (মটরসাইকেল) এবং বিএনপির বিদ্রোহী হিসেবে জাহাঙ্গীর আলম (ঘোড়া) ৷ 
 
ভোটাররা মনে করেন এখানে হবে চতুর্মুখী লড়াই নৌকা-ধানেরশীষ-আনারসও ঘোড়া ৷
সাগরদিঘী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হেকমত শিকদার (নৌকা) বিএনপির মনোনীত প্রার্থী বাদশা ভূইঞা(ধানেরশীষ) ৷ আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে রয়েছেন শাহাদত শিকদার (আনারস) ও শহিদুল ইসলাম (চশমা) ৷ সতন্ত্র হিসেবে হাবিবুল্লাহ বাহার (মটরসাইকেল) ৷
 
জনমত জরিপে মুল লড়াইয়ে মটরসাইকেল-নৌকা-আনারস এমটাই ধারনা সবার ৷
 
প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীদের সাথে কথা বললে তারা জানান, বিশেষ করে নৌকার প্রার্থীরা জানান, ২৯শে মার্চ ভোটগ্রহন অত্যন্ত সুশৃঙ্খল  সুষ্ঠ ও নিরপেক্ষ হবে ৷দলীয় কোনো প্রভাব পড়বে না ৷ তবে বিএনপি, বিদ্রোহী প্রার্থীরা জানান, নির্বাচন কতটুক সুষ্ঠ হবে সেটা নিয়ে তারা সংসয় প্রকাশ করেছেন ৷ তবু তারা আশা করেন নির্বাচন সুষ্ঠ হবে এবং প্রত্যেক ভোটার তার ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রিয় প্রার্থীদের কে বিজয়ী করবেন ৷
 
সাধারন ভোটাররা জানান, তারা যেন উৎসবমুখর ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন ৷ তাহলে তারা যোগ্য প্রার্থী বেছে নিতে পারবেন ৷
 
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষনানুযায়ী ২৯শে মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৷ ঘাটাইলের এই ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২৮জন সাধারন সদস্য ১৯৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৬৬ জন ৷ মোট ভোটার ১লাখ ১২হাজার ৭শ ২৫জন ৷ পুরুষ ভোটার ৫৫হজার ৯শ ৩০জন ৷মহিলা ভোটার ৫৬হাজার ৭শ ৯৫ জন ৷