গরমেও টুপি পরে কোথায় গেলেন শাহরুখ-আব্রাম?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৪৪১

মার্চ মাস চলছে। তুমুল গরম। আর এর মধ্যেই টুপি, জ্যাকেট পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শাহরুখ খান । সঙ্গী আব্রাম। কোথায় গিয়েছেন এই সেলেব বাবা-ছেলে?

গৌরী খান ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘স্নো-মেন’। তাঁরা কোথায় গিয়েছেন তা খোলসা করেননি।

তবে শাহরুখ জানিয়েছেন, তিনি আল্পসে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন আব্রামের সঙ্গে। আনন্দ এল রাইয়ের ‘জিরো’ শেষ অংশের শুটিং শুরুর আগে ছুটি কাটাচ্ছেন কিঙ্গ খান।

সম্প্রতি আইএএনএসকে শাহরুখ বলেন, ‘‘জিরোর শুটিং শেষ করতে এখনও মাস দুয়েক লাগবে। আমি এটা বলতে পারি, ছবিটা নিয়ে দর্শকদের কাছে যা যা প্রমিস করা হয়েছে তার থেকেও বেশি কিছু পাওয়া যাবে।’

সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সূত্র আনন্দবাজার পত্রিকা