সাপাহারে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালের লক্ষে ল্যাপটব বিতরণ


নওগাঁর সাপাহারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালের লক্ষে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে সন্ধ্যায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারি শিক্ষা অফিসার অসিম কুমার সাহা প্রমূখ। শেষে প্রধান অতিথি ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে ও ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করে মোট ৫৫টি ল্যাপটপ বিতরণ করেন।