কালিহাতীতে আপত্তিকর ভিডিও ধারনকারী গ্রেফতার


টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধুর গোসলের আপত্তিকর ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিতে এক যুবককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
মামলার বিবরনে জানা যায়, ১৯ মার্চ উপজেলার বীর পাকুটিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে আ: বাতেন (১৯) একই এলাকার হাকিম উদ্দিনের স্ত্রী খোদেজা বেগম (৩৮)’র গোসলের আপত্তিকর ভিডিও ধারন করে।
২০ মার্চ দুপুরে খোদেজা বেগমকে ভিডিওটি দেখিয়ে কুপ্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজী না হলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় খোদেজা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বাতেনকে হাতেনাতে ধরে মোবাইলটি কেড়ে নিয়ে ভিডিওটি দেখে।
পরে কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাতেনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কালিহাতী থানার এস.আই আবুল বাশার জানান, ‘গোসলের আপত্তিকর ভিডিওটি’র ঘটনা সত্য। এলাকাবাসী বাতেনকে আটক করে থানায় খবর দিলে আমি গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।’
এ ব্যাপারে গৃহবধু খোদেজা বেগম বাদী হয়ে কালিহাতী থানায় পর্নগ্রাফী নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শুভ্র মজুমদার/এমএমআর