বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কাটা হয়নি মৃত গাছটি

বড় দূর্ঘটনার আশঙ্কায় শিক্ষক এবং শিক্ষার্থীরা

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৭:১১ পিএম, সোমবার, ১৯ মার্চ ২০১৮ | ৯৮৪

টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মৃত আম গাছটি দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো কাটে নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। ওই সময় জেলা প্রশাসক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গাছটি কাটার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল নিয়ম কানুন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত দেওয়ার পরেও কোন ব্যবস্থা নেয় নি কর্তৃপক্ষ এমনিটই জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এরই মধ্যে মৃত এই গাছটি নিয়ে বড় দূর্ঘটনার আশঙ্কায় রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

১৯ মার্চ সোমবার সকালে সরেজমিনে প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় মৃত অবস্থায় দাড়িয়ে রয়েছে আম গাছটি। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে গাছটি মৃত অবস্থায় দাড়িয়ে আছে। ইতিমধ্যেই গাছটির ডালপালা আমাদের মাথার উপর পড়ে অনেকে আহত হয়েছে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি যেকোন সময়ই গাছটির বৃহৎ কোন ডাল আমাদের মাথার উপর পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

” অভিভাবকরা বলেন, “ আমাদের মেয়েদের নিয়ে আমারাও খুব ঝুঁকির মধ্যে রয়েছি। যে কোন সময়ই গাছটি আমাদের সন্তানদের মাথার উপর পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আশা করবো গাছটি কাটার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার বলেন,  আমাদের প্রতিষ্ঠানে মৃত আমটি গাছটি নিয়ে আমি প্রায় একবছর যাবৎ দু:শিচন্তার মধ্যে অাছি। গাছটি কাটার ব্যাপারে যে সকল কর্মকর্তাদের লিখিত জানানো দরকার আমি সকলকেই লিখিত দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত গাছটি কাটা হয়নি। গাছটির পাশ দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থী আসা-যাওয়ার সময় যেকোন সময়ই গাছের বড় কোন ডাল মাথার উপর পড়ে বৃহৎ দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এর আগেও বেশ কয়েকজন জন ছাত্রীর উপর গাছের ডাল ভেঙে পড়েছে। আমরা তাৎক্ষনিক প্রাথমকি চিকিৎসা দিয়ে সেই সব শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছি। আমি আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রত গাছটি কাটার ব্যবস্থা করবে।

” টাঙ্গাইল বন ভিাগের বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মুহম্মদ নিশাত এর সাথে তার অফিসিয়াল মোবাইল নম্বরে (০১৭১৫০০৫৬৭৭) একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, “ প্রতিষ্ঠানে মৃত আম গাছটির বিষয়টি আমি জেনেছি। যেহেতু প্রতিষ্ঠানটি সরকারি এবং গাছটিও সরকারি সম্পত্তি। তাই সরকারি নিয়ম কানুন অনুযায়ী গাছটি কাটার প্রক্রিয়ায় সময় লাগছে। আশা করছি খুব দ্রুতই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে গাছটি কাটা সম্ভব হবে।”