চোলাই মদ সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ

কক্সবাজার জেলা সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৩ এএম, রোববার, ১৮ মার্চ ২০১৮ | ৫১১

৩০ লিটার চোলাই মদ সহ নুরুল কবির প্রকাশ বাদশা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

১৭ মার্চ (শনিবার) রাত ৮টায় স্টীমারঘাট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাষ্টিকের তরকারির ঝুড়িতে তল্লাশি চালিয়ে ৩০লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

মদের চালানটি পেকুয়ার মগনামাঘাট হয়ে বড়ঘোপ স্টীমারঘাট দিয়ে কুতুবদিয়ায় প্রবেশ করছিল। আটক নুরুল কবির উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সইরগার পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে বলে জানা গেছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে ।

এমএমআর