বগুড়ায় বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


বগুড়ায় নানা অায়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮।শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিশু সমাবেশ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্কুলের মাঠে শিশু সমাবেশ হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের সাতমাথাসহ প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
খালিদ হাসান/এমএমআর