চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’ বিতরণ

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, শনিবার, ১৯ আগস্ট ২০১৭ | ৪৫৪

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যেগে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলার পাঁচ উপজেলার ৬৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঝে বিনামূল্যে ১৫ খন্ডের ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’ বই বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে জেলা শিক্ষা অফিসার আবদুল লতিব তার কার্যালয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের মাঝে বইগুলি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ আতিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসলাম কবীর, রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাসেম, একাডেমিক সুপারভাইজার আবদুল আলিম প্রমুখ।