টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষন ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:০৮ পিএম, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮ | ৪৬৮

টাঙ্গাইলে সমাদ আলী (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তিন বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শিশুটিকে ১৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। ধর্ষনের ঘটনায় অভিযুক্ত সামাদকে আটক করেছে পুলিশ।

১৪ মার্চ বুধবার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের চর রক্ষিত বেলতা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সামাদকে আটক করেছে। সমাদ মিয়া একই এলাকার কাশেম মন্ডলের ছেলে। স্থানীয়রা বলেন, ওই শিশুটির পাশের বাড়ির সমাদ ১৪ মার্চ বুধবার দুপুরে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সামাদ তার নিজ বাড়িতে ওই তিন বছরের শিশুটিকে ধর্ষন করে।

শিশুটিকে অনেকক্ষন বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে খোঁজা শুরু করে। পরে সামাদের বাড়িতে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান তারা। এসময় পরিবারের লোকজন তার শরীরে থাকা পোশাকও ভেজা অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের জাকিয়া রশীদ (শাফী) বলেন, “আমরা শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করেছি। মেয়েটি এখন সুস্থ আছে।” টাঙ্গাইল মডেল থানার ওসি মো. সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।