রাষ্ট্রীয় শোক, অনেক অফিসেই জাতীয় পতাকা অর্ধনমিত ছিলনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | ৪৫২

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও মির্জাপুরে সরকারি-বেসরকারি অনেক অফিসেই মানা হয়নি।

বৃহস্পতিবার বেলা ১২টায় মির্জাপুর উপজেলা চত্বরের বিভিন্ন দফতরে গিয়ে দেখা গেছে, রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও অনেক দফতরে তা করা হয়নি।

দফতরগুলোর মধ্যে রয়েছে- মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের অফিস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা খাদ্য অফিস, উপজেলা সমাজসেবা, উপজেলা হিসাব রক্ষণ অফিস।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ছবি তুলতে দেখে অফিসের কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, দ্রুত পতাকা অর্ধনমিত রাখার জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, তার কার্যালয়ের ভবনটিতে ৬টি অফিস রয়েছে। তাদের পতাকা টানানোর স্ট্যান্ড অন্য অফিসে ব্যবহার করা হয়েছে বলে এড়িয়ে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা বলেন, আমার অফিসটি আলাদা ভাবনে হলেও উপজেলা পরিষদের মধ্যে। উপজেলা পরিষদের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এ জন্য আমরা নিজেদের অফিসে পতাকা উত্তোলন করিনি।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে প্রত্যেক কর্মকর্তাকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য অবগত করা হয়েছে। যেসব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শামসুল ইসলাম সহিদ/এইচএইচ