কালিহাতীতে পোল্ট্রি খামার রক্ষা পরিষদের স্মারকলিপি প্রদান


“প্রান্তিক পোল্ট্রি খামার বাঁচাও, বহুজাতিক কোম্পানি হটাও” এই শ্লোগানে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ কালিহাতী উপজেলা শাখার নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
১৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, টাঙ্গাইল জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, কালিহাতী উপজেলা শাখার সভাপতি কাইয়ুম বিপ্লব, কার্যকরী সভাপতি ইথার সিদ্দিকী, সাধারন সম্পাদক বিল্লাল হোসেনসহ কালিহাতী উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা পোল্ট্রি খামারীবৃন্দ।