টাঙ্গাইলে রোটারী ক্লাবের যৌথ সভা
আমেরিকা প্রতিনিধি দলের বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন


টাঙ্গাইলে রোটারী ক্লাব অব টাঙ্গাইল এবং রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের স্থানীয় ভিক্টোরিয়া ফাস্ট ফুড জোন এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। পার্টনার্স ফর ওয়ার্ল্ড হেল্থ অব আমেরিকা এবং ঢাকার রোটারী ক্লাব অব ম্যাভেরিক্সস রিড এর প্রতিনিধি দলের সাথে এসময় আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব টাঙ্গাইলের প্রেসিডেন্ট রোটারিয়ান হামিদুল হক চৌধুরী, সেক্রেটারী প্রদীপ কুমার গুণ, রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট জাঈদ হাসান খান, সেক্রটারী বিপুল কান্তি ঘোষ, ইয়ুথ সার্ভিস অব রোটারী অব টাঙ্গাইল সিটির শারমিন আক্তার প্রমুখ।
এছাড়া এসময় আমেরিকা থেকে পার্টনার্স অব ওয়াল্ড হেল্থ এর প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা এলিজাবেথ মেকলিলান, রোটারী ক্লাব অব ম্যাভেরিক্সস রিড অব ঢাকার রোটারিয়ান ডাক্তার উম্মে কুলসুম লুসি, রেনেসা, নাহিদা এবং মোনালীসহ মোট ৯ জন ডাক্তার উপস্থিত ছিলেন। সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
এর আগে আমেরিকা থেকে আগত পার্টনার্স অব ওয়াল্ড হেল্থ এর প্রতিনিধি দল রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বয়স্ক কেন্দ্র পরিদর্শন কালে বয়স্ক শিক্ষার্থীদের সাথে কথা বলেন পার্টনার্স অব ওয়াল্ড হেল্থ এর প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা এলিজাবেথ মেকলিলান। তিনি বয়স্ক মহিলাদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে লেখাপড়া করে শিক্ষিত হতে হবে। সন্তানদেরকে শিক্ষিত করার জন্যও আপনাদেরকে লেখাপড়া করে শিক্ষিত হতে হবে। এসময় তিনি বয়স্ক কেন্দ্র পরচিালনাকারী সংগঠন রোটারী অব টাঙ্গাইল সিটির প্রশংসা করেন।