অাগামীকাল টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ৫৮৭

নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অাগামীকাল বুধবার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এম.পি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কর্মী সভায় সঞ্চালনা করবেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।