বাহুবলীর পর কাটাপ্পার সঙ্গেও ঘটল একই ঘটনা !

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৪৬২

সালটা ২০১৫। মুক্তি পেল ‘বাহুবলী দ্য বিগিনিং’। কোনও ছবির সিক্যুয়েলের জন্য বোধহয় এর আগে এরকম অধীর আগ্রহে দর্শকদের অপেক্ষা করতে দেখা যায়নি। সিনেপ্রেমীদের মধ্যে বাহুবলীর প্রভাব তো ছিলই, সঙ্গে ছিল রাজ পরিবারের জন্য যে কোনও সময়ে প্রাণ দিতে প্রস্তুত সেনাপতি কাটাপ্পা।

সেই কাটাপ্পা ছাড়া বাহুবলীকে ভাবতে পারেন? অসম্ভব মনে হচ্ছে, তাই না?

ঠিক তাই। কাটাপ্পা ছাড়া ‘বাহুবলী’কে কল্পনা করতে পারেন না সিনেপ্রেমীরা। এতদিন কাটাপ্পাকে দেখেছেন সিনেপর্দায়। এ বার নাকি মাদাম তুসোর জাদুঘরে দেখা যাবে মোমের কাটাপ্পাকে। ‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের মোমের মূর্তি গত বছর বসেছে মাদাম তুসোর ব্যাঙ্ককের জাদুঘরে। সম্ভবত লন্ডনের জাদুঘরে রাখা হবে কাটাপ্পার মূর্তি।

 

এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ছবিতে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা সত্যরাজ। তাঁরই মোমের মূর্তি বসবে মাদাম তুসোয়।

এমএমআর