তৃতীয় সন্তানের বাবা হলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৩৯৫

শনিবারই পৃথিবীর আলো দেখেছেন লিওনেল মেসি এবং আনতোনেল্লা রোকুজ্জোর তৃতীয় সন্তান সিরো মেসি। বাবা হওয়ার হ্যাটট্রিক উদযাপন করতে মেসি সেদিন ছুটি নিয়েছিলেন বার্সেলোনা থেকে। মালাগার বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি।

দল মালাগায় যাওয়ার আগেই শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার। এরপরই জানা গেলো, তার তৃতীয় সন্তানের ভুমিষ্ট হওয়ার কথা।

সন্তানের ছবি অবশ্য প্রথমদিনই প্রকাশ করেনে মেসি। তবে ৫ জনের পুরো পুরিবারের ছবি তুলে সেটা নিজেই ইনস্টাগ্রামে প্রকাশ করলেন মেসি। বড় দুই ছেলে থিয়াগো এবং মাতেওকে সঙ্গে নিয়ে আনতোনেল্লা রোকুজ্জোর সঙ্গে ছবি তোলেন মেসি। সেখানে দেখা যাচ্ছিল হাস্যেজ্জ্বল অসাধারণ সুখি এক পরিবার।

এমএমআর