মিরপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড


রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ফার্ভিসের ২০টি ইউনিট। সোমবার রাত সাড়ে ৩টার দিকে ইলিয়াস আলী মোল্লার বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, বস্তিটি প্রায় ৭০ বিঘা জমির ওপর ৮ হাজারের বেশি ঘর আছে। এছাড়া এখানে ২৫ হাজারের বেশি মানুষ বসবাস করছেন।তাদের অধিকাংশই মিরপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিক।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।